শ্রীনগরে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে গ্রেপ্তার ২

শ্রীনগরে ৬ কেজি গাঁজাসহ মেহেদী হাসান ও মো. বায়োজিত নামে ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে শ্রীনগর থানা পুলিশ। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাঁসাড়া মৎস্য আড়তের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার মেহেদী হাসান ব্রাহ্মণবাড়িয়ার তালতলার মামুনুর রশিদের ছেলে ও বায়োজিত একই এলাকার তেতুইয়া গ্রামের জামির হোসেনের ছেলে। বিভিন্ন সময় তারা অভিনব কায়দায় মাদকের চালান পাচার করে আসছিল।

স্থানীয়রা জানায়, মোটরসাইকেলের তেলের টাংকির ভিতরে অভিনব কায়দায় গাঁজা নিয়ে ২ জন মাওয়ার দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেল গতিরোধ করে শ্রীনগর থানার এএসআই আহসান হাবিব তল্লাসী করে টাংকির ভিতর থেকে গাঁজা উদ্ধার করে।

শ্রীনগর থানার ওসি অপারেশন পুষ্পেন দেবনাথ এ বিষয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা অভিনব কায়দায় মাদক পাচার করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.