গজারিয়া ভ্যারাইটি স্টোরের তালা ভেঙ্গে চুরি

মুন্সীগঞ্জের গজরিয়া উপজেলার ভবেরচর ইউনিয়ন এলাকায় একটি দোকান থেকে তালা ভেঙ্গে লক্ষাধিক টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে ইউনিয়নের ভিটিকান্দি বাসস্ট্যান্ড এলাকার বিসমিল্লাহ ভ্যারাইটিজ স্টোর নামের দোকানের তালা ভেঙ্গে এই ঘটনা ঘটায় সঙ্ঘবদ্ধ চোর চক্র।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, এরুপ চুরির ঘটনা প্রতিনিয়তই ঘটছে। একই এলাকায় একই কায়দায় তালা ভেঙ্গে গত ১২ অক্টোবর আব্দুল মজিদ নামে এক ব্যবসায়ীর মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। তার দোকান থেকে ২৭ বস্তা চাউল, প্রায় ৫০ লিটার তৈল, নগদ টাকা ও দামী মসলাসহ কয়েক লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে চোরচক্র। পুলিশকে জানিয়ে কোন লাভ হয় না।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক হাবিবুর রহমান জানান, মুদি দোকানের পাশাপাশি ইলেকট্রনিক পন্য ও কসমেটিকস বিক্রি করে থাকি এই দোকানে। গতকাল বুধবার রাত দশটায় দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। বৃহস্পতিবার সকালে দোকানে এসে দেখি তালা ভাঙ্গা। দোকানের অনেক মালামাল চুরি হয়ে গেছে। পরবর্তীতে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখি রাত তিনটার দিকে দুইজন চোর তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করছে। এ সময় একটি পিকআপ ভ্যান বাইরে ছিল। অল্প সময়ের ভেতরে তারা দোকানের মূল্যবান মালামাল পিকআপে তুলে নিয়ে চলে যায়। এই ঘটনায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় চোর চক্র।

এই বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী জানাম, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। পুলিশ পাঠিয়ে খবর নিয়ে কার্যকর ব্যাবস্থা গ্রহন করা হবে। তিন আরোও বলেন- ইতিপূর্বের চুরির ঘটনা গুলো বিশ্লেষণ করে আমরা চেষ্টা করছি চোর চক্রটিকে গ্রেফতার করার।

ঢাকা মেইল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.