সিরাজদিখানে মাছের গাড়িতে ডাকাতি

নাছির উদ্দিন: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া-সৈয়দপুর সড়কে মাছের গাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। গতকাল বুধবার ভোর ৫ টার দিকে উপজেলার সৈয়দপুর কান্দা নামক এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ৮-১০ জনের মুখোশপড়া ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ভয় দেখিয়ে একটি পিকআপ ভ্যানের গতিরোধ করে ৩ মাছ ব্যবসায়ীর কাছ থেকে ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ নিয়ে একই স্থানে চলতি শীত মৌসুমে ৪-৫ বার ডাকাতির ঘটনা ঘটল।

জানা যায়, কুচিয়ামোড়া-সৈয়দপুর ৫ কিলোমিটার সড়কের ২ কিলোমিটার সড়কে ডাকাতদলের রাজত্ব চলছে দীর্ঘদিন। এ চক্রের কবল থেকে রক্ষা পায়নি সাংবাদিক, ইমাম, শিক্ষক, রাজনৈতিক নেতা,মধুপুরের পীর থেকে শুরু করে সাধারণ মানুষ। অহরহ এই ডাকাতির ঘটনায় পরিবহন শ্রমিক ও যাত্রীসাধারণের মধ্যে ডাকাত আতঙ্ক বিরাজ করছে। এই শীত মৌসুমে কান্দা নামক এলাকায় সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত কুয়াশাচ্ছন্ন পরিবেশে সড়কে ডাকাতের আতঙ্কের মাত্রা আরও তীব্রতর হয়।
মাছ ব্যবসায়ী নগেন রাজবংশী জানান, ৮-১০ জনের মুখোশপড়া ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে পিকআপ ভ্যানের গতিরোধ করে। পরে গাড়ি থেকে আমাদের নামিয়ে মারধর করে এবং আমার কাছে থাকা ৩০হাজার টাকাসহ প্রায় ৭০ হাজার টাকা নিয়ে যায়। মাঝেমধ্যে এখানে ডাকাতি হয়। কিন্তু এখন পর্যন্ত পুলিশ প্রশাসন ডাকাত দলের সদস্যদের কাউকে গ্রেফতার করতে পারেনি এবং ডাকাতি বন্ধ হয়নি। এতে করে আমরা আতঙ্ক নিয়ে চলাচল করছি।

স্থানীয়রা জানান, অনেক বছর ধরে কুচিয়ামোড়া-সৈয়দপুর সড়কে ডাকাতি সংঘটিত হয়ে আসছে। কেউ ডাকাতি বন্ধ করতে পরতে পারেনি। তারা আতঙ্ক নিয়ে আল্লাহর উপর ভরসা নিয়ে চলাচল করে থাকেন।

রাজানগর ইউপির চেয়ারম্যান মো. মজিবুর রহমান বলেন, কুচিয়ামোড়া-সৈয়দপুর সড়কে অনেক বছর ধরে ডাকাতি হয়ে আসছে। শীত মৌসুমে একটু বেশি হয়। আমরা ডাকাতি বন্ধ করার চেষ্টা করে যাচ্ছি,কিন্তু বন্ধ করতে পারছি না।

শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো.নাসির উদ্দীন বলেন, (বুধবার) কুচিয়ামোড়া-সৈয়দপুর সড়কে ডাকাতি সংঘটিত হয়েছে। আমাদের পুলিশ সদস্যরা সারারাত ডিউটি করার পর ওই এলাকা থেকে ফজর নামাজের আগে চলে আসায় সড়ক ফাকা পেয়ে ভোরে ডাকাত সদস্যরা ডাকাতি করেছে। আমরা ডাকাত দলের সদস্যদের গ্রেফতারের চেষ্টা করছি। আজ (বুধবার) এই বিষয়ে কোনো অভিযোগ হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.