মুন্সীগঞ্জের সিরাজদীখানে দুপক্ষের সংঘর্ষে ফালান মিয়া (৩০) নামে এক যুবক মারা যাওয়ার ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে নিহত ফালান মিয়ার বাবা আব্দুল মালেক বাদী হয়ে মামলাটি করেন। মামলায় সামছুল আরেফিনকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া মামলায় ১১ জনের নাম উল্লেখসহ আরও ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পুলিশ ওই মামলায় শুক্রবার রাতে শাহ আলম নামে একজনকে গ্রেপ্তার করেছে।স
গত শুক্রবার উপজেলার বাসাইল ইউনিয়নের চরগুলগুলিয়া এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ওই গ্রামের আব্দুল বারেকের ছেলে ইয়াকুব মিয়া ও একই এলাকার নুরু মিয়ার ছেলে জয়নাল মিয়ার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের ৪ জন আহত ও ফালান মিয়া নামে একজন টেঁটাবিদ্ধ হয়ে মারা যান।
সিরাজদীখান থানার ওসি একে এম মিজানুল হক জানান, মামলার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পলাতক অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সমকাল
Leave a Reply