মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই বাবা দুই ছেলে মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার (১৯ ফেব্রুয়ারি) টঙ্গিবাড়ী উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ১৩ মার্চ ওই ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হইবে। এতে মোট১০ জন প্রার্থী চেয়ারম্যন পদে তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলি আহমেদ শেখ ও তার ছেলে সাগর আহম্মেদ শেখ এবং হাজি মঞ্জুর আলী শেখ ও তার ছেলে শেখ ফরিদ হাসান নাহিদ চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।
এছাড়া ওই ইউনিয়নে আরও প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত এইচ এম সুমনহাওলাদার, সাবেক চেয়ারম্যান মিলেনুর রহমান হাওলাদার, শেখ মো. সেলিম, মিজানুর রহমান মোল্লা, ইসলামী আন্দোলনের মোস্তফা বেপারী ও আলী জাফর।
এছাড়া সাধারণ সদস্য পদে ৩৫ জন এবং সংরক্ষিত মহিলাসদস্য পদে মোট ১০ জন প্রার্থী হয়েছেন।
এ ব্যাপারে হাজি মঞ্জুর আলী শেখ বলেন, এর আগেও আমি প্রার্থী হয়েছিলাম। জনগণ আমাকে ভোট দিয়েছিল তবে আমি পাস করিনি। এবার জনগণের ভোটে আমি পাস করবো ইনশাল্লাহ। এছাড়াও আমার ছেলে শেখ ফরিদ হাসান নাহিদ ও চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী আলি আহমেদ শেখ বলেন, আমার ব্যাংক ঋণ ছিল। সেটা পরিশোধ করে দিয়েছি। ঋণের কারণে ছেলেকে প্রার্থী করেছিলাম। কালকে (২০ ফেব্রুয়ারি) বাছাই শেষে ২৬ তারিখ মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। আমার ছেলের মনোনয়ন প্রত্যাহার করে নেবে।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা এম কে আহমেদ বলেন, পাচঁগাওঁ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৪০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৯১১ জন, নারী ভোটার ৬ হাজার ৪৯৭ জন। ওই ইউনিয়নে আগামী ১৩ মার্চ ভোটগ্রহণ ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
ব.ম শামীম/এমএএস
Leave a Reply