মাঠে নেই বিএনপি আওয়ামীলীগের ৩ প্রার্থী

বিএনপির কোনো প্রার্থী অংশ না নিলেও মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলা উপ নির্বাচনে আওয়ামীলীগের ৩ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসাবে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার কাজি আব্দুল ওয়াহীদ ও স্বতন্ত্রা প্রার্থী হিসাবে সাবেক ভাইস চেয়ারম্যান ও টঙ্গিবাড়ি সোনারং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রাহাত খান রুবেল এবং উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মানিক মিয়া বাচ্চু মাঝি। রবিবার দুপুরে উপজেলা রিটার্নিং কর্মকর্তার হাতে আলাদা আলাদা ভাবে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে,টঙ্গিবাড়ি উপজেলা উপ-নির্বাচনে মনোনয়ন দখিলের শেষ দিন রবিবার ৩ জন তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে একজন দলীয় ও দুইজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন। উপ-নির্বাচনে আগামী ১৬ মার্চ ভোটগ্রহন তারিখ ঠিকরেখে। রবিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২০ ফেব্রুয়ারী যাচাই বাছাইয়ের শেষ দিন ও প্রার্থীতা প্রত্যাহরের শেষদিন ২৭ ফেব্রুয়ারী।

বিদ্রোহী নই দাবী করে সাবেক ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোঃ রাহাত খান রুবেল বলেন,আমি দলের বাহীরে গিয়ে বিদ্রোহীর প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করি নি। আমি জনগণের মনোনীত স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিয়েছি। তবে তিনি জয়ী হওয়ার ব্যাপারে শতভাগ নিশ্চিত বলে জানান।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা এম কে আহমেদ বলেন, টঙ্গিবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে এখোন পর্যন্ত মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৭৯হাজার ৭৬ জন। ভোটার সংখ্যা আরো বাড়তে পারে। আগামী ১৬ মার্চ ইভিএম প্রদ্ধতিতে এই উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। মোট ৩ জন প্রার্থী তাদের মনোনয়পত্র দাখিল করেছেন। উপজেলায় মোট ৮৪টি ভোটকেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হাওলাদার ভূতু গত ১৭ অক্টোবর বিকেল ৩টার দিকে বার্ধক্যজনিত কারনে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে তিনি এ উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যূতে এই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূণ্য হয়। শূন্য হওয়া এই উপজেলায় আগামী ১৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সময় বাংলার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.