মাত্র ২২০ মিটার রাস্তা। প্রাক্কলিত অর্থের পরিমাণ ২৩ লাখ টাকা। কাজ শেষ করার সময় ধরা ছিল ৩ মাস। কিন্তু ২ বছর পার হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজী কনস্ট্রাকশন এখনো কাজ শেষ করতে পারেনি। উল্টো রাস্তা খুঁড়ে রাখার কারণে ২ বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছে পুরো একটি গ্রামের মানুষ।
সরজমিন গিয়ে জানা গেছে, উপজেলার মাশাখোলা গ্রামের পাকা রাস্তা থেকে পুরাতন মসজিদ পর্যন্ত ২২০ মিটার এসবিবি রাস্তার কার্যাদেশ দেয়া হয় ২০২১ সালের ১৯শে এপ্রিল। রাস্তাটির কাজ শেষ করার কথা ছিল একই বছর ১৮ই জুলাই। ঠিকাদার কাজ শুরু করে চলাচলের কাঁচা রাস্তাটি মাটি ভরাটের জন্য খুঁড়ে রাখে। কিছু স্থানে বালু ফেলে রাখা হলেও মসজিদের সামনে প্রায় ১শ’ মিটার রাস্তা খুঁড়ে রাখা হয়েছে। এই কারণে নামাজের জন্য যাতায়াত করা মুসল্লিরা চরম বিপাকে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মাশাখোলা গ্রামের বেশ কয়েকজন জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান কাজী কনস্ট্রাকশনের কর্ণধার উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির নেতা কাজী শামীম ইমাম সাচ্চু।
কাজ না করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন্ন করার প্রয়াস থেকেই হয়তো কাজ বন্ধ করে রেখেছেন। কাজের তুলনায় এত বেশী পরিমাণ প্রাক্কলিত ব্যয় ধরার পরেও কেন কাজ হলো না তা ভাববার বিষয়। তারা এই বিষয়ে তদন্তের দাবি তোলেন।
ঠিকাদার কাজী শামীম ইমাম সাচ্চু এই বিষয়ে জানান, মূলত নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ার কারণে কাজ করা হয়নি। শ্রীনগর উপজেলা নির্বাহী প্রকৌশলী মহিফুল ইসলাম বলেন, ঠিকাদারকে অনেকবার তাগাদা দেয়ার পরও সে কাজ শেষ না করায় তা বাতিলের জন্য সুপারিশ করা হয়েছে। কিন্তু কাজ বাতিল হলে তাতে জনগণ কি পেলো এমন প্রশ্নে তিনি জানান, ঠিকাদারের লাইসেন্স বাতিল করার জন্য সুপারিশ করা হবে।
মানবজমিন
Leave a Reply