মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসারের বুধবার (২২ ফেব্রুয়ারি) কাশিপুর গ্রামে সংঘর্ষে দু’পক্ষের ১০ জন আহত হয়েছে। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মজিবুর শেখ ও মো. বাছেদ শেখ পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মজিবুর শেখ কাঠ-টিনের ঘর তুলতে গেলে বাছেদ শেখ লোকজন নিয়ে বাঁধা দিলে সংঘর্ষ বাধে। এই সময় মজিবুর শেখের বসতঘর ভাঙচুর হয়।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি তারিকুজ্জামান জানান, সম্পত্তি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। দুই পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইত্তেফাক
Leave a Reply