মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় গোলজার হোসেন (২৮) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলজার উপজেলার বড় রায়পাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এএসএম রাশেদুল ইসলাম জানান, উপজেলার তেতৈতলা গ্রাম থেকে অটোরিকশা চালিয়ে জামালদী বাসস্ট্যান্ডে যাচ্ছিলো চালক গোলজার। এ সময় জামালদী বাসস্ট্যান্ডের অদূরে হামদর্দ বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে ঢাকাগামী মিয়ামি পরিবহনের একটি বাস পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। আহত অবস্থায় চালক গোলজারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
হাইওয়ে পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে যায় বলে জানান তিনি।
দেশ রুপান্তর
Leave a Reply