শ্রীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) দিনগত রাত আড়াইটা থেকে সকাল ৮টার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের ষোলঘর এলাকায় সড়কের বিভিন্ন পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় শ্রীনগর উপজেলার কুকুটিয়া উত্তর পাড়ার মো. মানিক মৃধার ছেলে উজ্জ্বল মৃধা ও গোপালগঞ্জের মো. ওয়াজেদ মিয়ার ছেলে হাবিবুর রহমানের মরদেহ হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন। অপরদিকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের উমপাড়া এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন পথচারীর মৃত্যু হয়। অপরদিকে শনিবার সকালে ষোলঘর এলাকায় যাত্রীবাহী বাসের চাকা ফেটে গেলে বাস থেকে হাবিবুর রহমান নামে এক বৃদ্ধ যাত্রী রাস্তা পারাপার হতে গেলে অন্য একটি গাড়ি বৃদ্ধকে চাপা দেয়। পরে মনির নামে স্থানীয় এক ব্যক্তি হাবিবুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার সময় সে মারা যায়।
কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা বলেন, এখানে আনার আগেই বৃদ্ধের মৃত্যু হয়।
এ বিষয়ে হাঁসাড়া হাইওয়ে থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানীর ঘটনা ঘটে। স্বজনদের কাছে ২টি মরদেহ হস্তান্তর করা হয়েছে। একটি মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। তদন্ত চলমান আছে। এ ঘটনায় প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।
নিউজজি
Leave a Reply