রাজধানীর বনানী ক্লাব থেকে গ্রেপ্তার ৫৪ নেতাকর্মীর মধ্যে ৫৩ জনকে দুই দিনের রিমান্ড এবং একজনকে জামিন দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালত এই আদেশ দেন। পুলিশ পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রবিবার রাতে ওই ৫৪ জনকে গ্রেপ্তার করে বনানী থানা ও ডিবি পুলিশ।
তাঁদের সবাই মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান ও শ্রীনগরের উপজেলা বিএনপির নেতাকর্মী। বিএনপি নেতারা দাবি করেন, শ্রীনগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও দলের কেন্দ্রীয় নেতা মমিন আলীর আমন্ত্রণে সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা বিএনপির অর্ধশত নেতাকর্মী বনানী ক্লাবে যান। মমিন আলী এই ক্লাবের সদস্য। রবিবার রাতে এলাকার নেতাকর্মীদের নিয়ে নৈশ ভোজের সময় পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। পরে তাঁদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
কালের কন্ঠ
Leave a Reply