বাসের ধাক্কায় ছিটকে পড়ে ট্রাকচাপায় প্রাণ গেল সাবেক ছাত্রলীগ নেতার

মুন্সিগঞ্জের শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় শাওন আহম্মেদ খান নামের ছাত্রলীগের সাবেক এক নেতা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটেছে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে নয়টার দিকে শাওনের মৃত্যু হয়।

নিহত শাওন আহম্মেদ ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সহসম্পাদক। তিনি শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি ইউনিয়নের শৌলা গ্রামের মৃত আলাউদ্দিন খানের ছেলে। ঢাকার সিদ্ধেশ্বরী কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন শাওন।

মুন্সিগঞ্জের হাসারা হাইওয়ে থানা-পুলিশ ও শাওনের পরিবার জানায়, শাওন আহম্মেদ ঈদের ছুটি শেষে গতকাল সন্ধ্যায় মোটরসাইকেল চালিয়ে ঢাকায় ফিরছিলেন। পদ্মা সেতু পার হওয়ার পর রাত আটটার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় এক্সপ্রেসওয়েতে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে শাওন সড়কের ওপর ছিটকে পড়ে যান। এ সময় একটি ট্রাক শাওনকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ শাওনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে শাওনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে নয়টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহত শাওনের মামা দিপু শিকদার বলেন, ‘রাতেই শাওনের লাশ গ্রামের বাড়ি চিকন্দির শৌলায় নিয়ে আসা হয়েছে। শিশু বয়সে শাওনের বাবা মারা গেছেন। তিন বছর আগে বোন মারা গেছে। শাওনের মা শাওনকে আকরেই বেঁচে ছিল। এখন শাওনও না-ফেরার দেশে চলে গেল। এখন আমার বোন কী নিয়ে বাঁচবে! আমরা তাকে কী বলে সান্ত্বনা দেব!’

এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকার ট্রাফিক পরিদর্শক শামীম আল মামুন প্রথম আলোকে বলেন, শাওনের মোটরসাইকেলকে ধাক্কা দেওয়া বাস ও চাপা দেওয়া ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে বাস ও ট্রাকের চালকেরা পলাতক। চালকদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা করা হবে।

প্রথম আলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.