আবাসন কোম্পানির নামে চাঁদা দাবি, প্রতিবাদে মাওয়া সড়কে মানববন্ধন

মুন্সিগঞ্জের লৌহজংয়ে ভুয়া আবাসন কম্পানির পরিচয়ে এক চিকিৎসকের পৈতৃক ভিটায় নির্মাণাধীন আবাসিক ভবন দখল করে মোটা অংকের চাঁদা দাবি করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ভুক্তভোগী ওই চিকিৎসক লৌহজং থানায় গত ১১মে বিকালে একটি লিখিত অভিযোগ করলে প্রাথমিক তদন্ত শেষে সন্ধ্যায় মামলা নেয়া হয়। পরে ঘটনাস্থল থেকে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করে পুলিশ।

এরপর বৃহস্পতিবার তাদের কোর্টে প্রেরণ করা হলে পরের দিন শুক্রবার (১২মে) বিশেষ কোর্ট মুন্সিগঞ্জ আমলি আদালতে বেশকয়েকজন জামিনে মুক্তি পেয়ে,প্রাণনাশের হুমকি দিচ্ছে অভিযুক্তরা, অভিযোগ ভুক্তভোগী ওই চিকিৎসকের।

এ ঘটনায় জড়িতদের দ্রুত আটক করে আইনের আওতায় এনে বিচারের দাবিতে, শনিবার দুপুর দুইটার দিকে মাওয়া-শিমুলিয়া সড়ক অবরোধ করে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে, সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে ভুক্তভোগী ও স্থানীয়রা। এতে অংশ নেয় স্থানীয় নানা শ্রেণী পেশার প্রায় কয়েক শতাধিক নারী পুরুষ।

এ সময় ভুক্তভোগী ও স্থানীয়রা জানান,শেখ এশিয়া লিমিটেড নামের একটি ডেভলপার কোম্পানীর পরিচয়ে গত (৭মে) ১০ থেকে ১৫ সদস্যের একটি চক্র জোরপূর্বক দখলে নেয় নির্মানাধীন ভবনটি,পরে দাবি করা হয় মোটা অংকের চাঁদা।

পরে ভবন মালিক ডা. নাহিদ হাসান নিশান লৌহজং থানায় অভিযোগ জানিয়ে,তিনি বাদী হয়ে একটি মামলা দায়ের করলে ১৩ জনকে আটক করা হয়।

ফলে পৈতৃক ভিটা দখলমুক্ত সহ জীবনের নিরাপত্তা চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে।

এ ব্যাপারে লৌহজং থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ভুক্তভোগীদের অভিযোগের সত্যতা পাওয়ায় মামলা নিয়ে এজাহার ভুক্ত ১৩ জন আসামিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরবর্তীতে ভুক্তভোগীদের ওপর কোন ধরনের হামলা কিংবা হয়রানির অভিযোগ পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রতিনিধি/একেবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.