শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ফুলকুচি গ্রামের মারেজ হাজীর বাড়ি সংলগ্ন জোরপূর্বক যত্রতত্রভাবে কৃষি জমি কেটে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য আকরাম হোসেন শিবলুর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে রাতের আধাঁরে স্ক্যাভেটর মেশিনে (ভেক্যু) বিনা অনুমতিতে ব্যক্তি মালিকানা ফসলি জমিটি এক তরফাভাবে কেটে রাস্তা নির্মাণের চেষ্টা করছেন তিনি। অপরদিকে রাস্তা নির্মাণের নামে স্থানীয় মেম্বার এলাকার বেশ কয়েকজন জমির মালিকের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রাক্ষণপাইকসা গ্রামের মো. ওয়াসিম হায়দারের মালিকানা জমিটি যত্রতত্রভাবে এক তরফাভাবে কেটে ক্ষতিসাধন করা হয়েছে। ভুক্তভোগী ওয়াসিম হায়দার অভিযোগ করে বলেন, আমি গত ১৩ মে (শনিবার) বিকালে বিনা অনুমতিতে জমিটি এভাবে কাটার বিষয়ে শিবলু মেম্বারের কাছে জানতে চাইলে তিনি আমার ওপর ক্ষিপ্ত হন।
শ্রীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আশেকুর রহমান জানান, বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা হবে। বিনা অনুমতিতে কৃষি জমি কাটার প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। অভিযোগটির তদন্তকারী কর্মকর্তা ও শ্রীনগর থানার এসআই মো. আল-আমিন জানান, এ ব্যাপারে অভিযোগ হাতে পেয়েছি। তদন্তের জন্য ঘটনাস্থলে যাচ্ছি।
নিউজজি
Leave a Reply