মুন্সীগঞ্জের গজারিয়ায় পুরান বাউশিয়ায় দ্বিতীয় দফায় মঙ্গলবার ঢালাই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। এর আগে ৮ মে বিচ্ছিন্ন করার রাতেই অবেধভাবে পুন:সংযোগ স্থাপন করে। তাই ৮দিনের মাথায় পুনরায় সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। এছাড়াও হোসেন্দী এলাকায় এক আবাসিক গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও কম্প্রেসার মেশিনে গ্যাস পাইপ রিপিট করে তিতাস।
অভিযানে আরও অংশ নেয়া তিতাস গ্যাসের মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী প্রকৌশলী মো. মনিরুজ্জামান অভিযান শেষে সন্ধ্যায় বলেন, গত ৮ মে বিকাল একটি ঢালাই লোহার কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করি।
এ সময় এস্কেভেটর দিয়ে কারখানাটি গুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনার একদিন পরেই আমরা জানতে পারি রাতের আঁধারে পুনরায় গ্যাস সংযোগ নিয়েছে।
তাই আবার অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, সংযোগটি নিলেও অবকাঠামো নির্মাণ করতে না পারায় গ্যাস ব্যবহার করতে পারেনি। তবে কাউকে পাওয়া যায়নি।
জনকন্ঠ
Leave a Reply