মুন্সীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে চালক মো. ইব্রাহিম(৪৮) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার সময় সদর উপজেলার মহাকালী ইউনিয়নের ঘাসি পুকুরপাড় এলাকা একটি ব্রিজের ঢালে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া,স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়,সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর এলাকা থেকে নিজস্ব অটোরিকশা নিয়ে প্রতিদিনের মতো আজও সকালে বাসা থেকে বের হয় নিহত অটোচালক ইব্রাহিম।
পরে বিনোদপুরের কুড়া পট্টি এলাকা থেকে যাত্রী সহ মালামাল নিয়ে, মহাখালী ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকায় যাওয়ার সময়,পথেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ব্যাটারি চালিত অটোরিকশাটি, এতে ঘটনাস্থলে নিহত হন তিনি।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক, ডা.সৈবাল বসাক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে নিহত অটোরিকশা চালকের।
নিহত অটো রিকশা চালক ইব্রাহিম, সদর উপজেলার বিনোদপুর এলাকার একটি ভাড়া বাড়িতে স্ত্রী ও তিন সন্তান নিয়ে বসবাস করতেন,তার গ্রামের বাড়ি বরিশালের হিজলা উপজেলার শ্রীপুর এলাকায়,বলে জানিয়েছে পুলিশ।
সদর থানার অফিসার ইনচার্জ ওসি তারিকুজ্জামান জানান, অটোরিকশা উল্টে চালক নিহতের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই আইনগত প্রক্রিয়া শেষে বিকেলে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
ঢাকা মেইল
Leave a Reply