মুন্সিগঞ্জের গজারিয়ায় হিমাগারে অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রসুলপুর এলাকায় মেঘনা ও বোগদাদিয়া নামের দুটি হিমাগারে অভিযান চালিয়ে এ আদেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জের সহকারী পরিচালক আব্দুস সালাম।
আব্দুস সালাম জানান, মেঘনা হিমাগারে সরকারি নির্ধারিত পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় আলু সংরক্ষণ দেখা যায়। এ অনিয়মের কারণে ভ্রাম্যমাণ আদালত ২০ হাজার টাকা জরিমানা করে। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজ।
পরে বোগদাদিয়া হিমাগারে অভিযান কালে দেখা যায়। ব্যবসায়ীর পাকা রশিদ ছাড়াই আলুর ক্রয়-বিক্রয় করছে। হাতবদলের মাধ্যমে আলুর দাম বৃদ্ধির প্রবণতা থাকে। এ নিয়মে চার ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
তিনি আরও বলেন, আলু ক্রয়-বিক্রয়ে পাকা রশিদ ব্যবহারে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে। হিমাগারগুলোতে অভিযান অব্যাহত থাকবে।
আরাফাত রায়হান সাকিব/আরএইচ/জিকেএস
Leave a Reply